বিশ্বনাথে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকার সুরমা নদীর তীর থেকে এক (পান দোকানদার) ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম তাজ উদ্দিন (৩২)। তিনি সিলেটের জালালাবাদ থানাধীন ফতেহপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে এবং বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর মাছ বাজারের (পান দোকানদার) ব্যবসায়ী।

বুধবার দুপুর আড়াইটার দিকে লামাকাজির রাগীব-রাবেয়া হাইস্কুলের অদূরে নদী তীর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও সারাদিন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মাহতাবপুর মাছ-বাজারে তাঁর পানের দোকানে ব্যবসা করছিলেন। রাতে বাজার থেকে বাড়ি না ফেরায় বুধবার তার স্বজনরা মাছ-বাজারে খোঁজতে আসেন। অনেক খোঁজাখুজির পর অবশেষে লামাকাজি পয়েন্টের অদূরে সুরমা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে রাতের আঁধারে কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

বিশ্%

এ বিভাগের অন্যান্য