যে কারনে আবারো কলকাতায় যাচ্ছেন অপু

অপু বিশ্বাস তার নিজের ও পুত্র আব্রাম খান জয়ের শারীরিক চেকআপ আর এর ফাঁকে ঘুরে বেড়ানোর জন্য ১৮ মার্চ কলকাতায় যাচ্ছেন। সেখানে এক সপ্তাহ অবস্থান শেষে ঢাকায় ফিরবেন এ নায়িকা।

এরপর রবিন খানের পরিচালনায় ‘কানাগলি’ সিনেমার শুটিং শুরু করবেন। ১৪ মার্চ দুপুরে প্রিয়.কমকে এ তথ্য জানান তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘কাজ আর ব্যক্তিজীবনের টানাপোড়েনের কারণে নিজেকে সেভাবে সময় দেওয়া হচ্ছিল না। কিছুদিন ধরেই ভাবছিলাম কয়েকটা দিনের জন্য ব্রেক নেওয়ার কথা। অবশেষে সে সুযোগ মিলল। অনেকেই হয়তো ভাবতে পারে কলকাতায় যাওয়ার বিশেষ কোনো কারণ রয়েছে। কিন্তু না। শুধু শারীরিক চেকআপ ও ঘোরাঘুরির জন্যই যাচ্ছি।’

 

সম্প্রতি অপু বিশ্বাস ‘ওপারে চন্দ্রাবতী’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-নামের দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া ‘লিংকআস’ নামে একটি ডিজিটাল প্লাটফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।

সর্বশেষ অপু অভিনীত ‘রাজনীতি’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। আর গত ১২ মার্চ শাকিবের সঙ্গে তার দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটেছে।

এ বিভাগের অন্যান্য