সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২১৫ রান তাড়া করে ঐতিহাসিক জয় পেয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ বুধবার (১৪ মার্চ) নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।ভারত তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার মানে। পরের ম্যাচে বাংলাদেশকে হারায়। আর সোমবার রাতে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে।
শেষ ম্যাচে জয় পাওয়ায় ভারতও বেশ আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় তারা।এদিকে শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলেও উইনিং কম্বিনেশন ভাঙতে পারে। সাব্বির রহমান ও তাসকিন আহমেদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। তাই ভারতের বিপক্ষে ম্যাচের সেরা একাদশে তারা দুজন নাও থাকতে পারেন। সেক্ষেত্রে আরিফুল হক ও আবু জায়েদ রাহী একাদশে আসতে পারেন।