আফছর খান মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল‘ খেলার পুরুস্কার বিতরণ
সিলেট নগরীর পাঠানটুলা সমাজকল্যাণ সংস্থা সার্ভিক সহযোগিতায় ৪র্থ আসরের আফসর খান মিনি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষ কোয়ার্টার ফাইনাল পর্বের ফলাফল‘র ম্যান অব দা ম্যাচ‘র পুরুস্কার বিতরণ করা হয়। রবিবার রাত সিলেট নগরীর পাঠানটুলা এলাকার মাঠে অনুষ্টিত হয়।
উক্ত খেলায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়ানুরাগী, শাহীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঠানটুলা এলাকার বিশিষ্ট মুরব্বী গোলমান মিয়া, আওয়ামীলী নেতা শেখ খালেদ আহমদ, তরুণ সমাজসেবক ক্রীড়ানুরাগী মো: সিরাজ খান, টুনামেন্টের পৃষ্টপোষক মো: আফছর খান, পাঠানটুলা সমাজ কল্যাণ সংস্থার জাহাঙ্গীর আহমেদ, সংস্থার সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান জেবু, বিষুপদ ঘোষ, আরো অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দ আমীর আলী, সুজাত কামালী, আকমল খান, নজরুল ইসলাম, জাবির আহমদ রানা, হাসান খান, রাসেদুরজ্জামান রাসেদ প্রমুখ। সেরা খেলোয়াড় দের ম্যান অব দা ম্যাচ মারুফ আহমদ অপির হাতে পুরুস্কার তোলে দেন অতিথিবৃন্দরা।