বিছানায় শুয়ে নগরবাসীর খোজখবর নিচ্ছেন কামরান

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য,মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। এদিকে

তার পাশে ‍যত মানুষ যান সবাই কে বলেন আমার সিলেটবাসী কেমন আছে বিছানায় শুয়ে নগরবাসীর খোজখবর নিচ্ছেন কামরান

কামরানের বাসায় সর্বস্তরের মানুষের আনাগোনা প্রতিনিয়ত   গনমানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক  নিজ নগরীতে ফিরেছেন  খবর পেয়ে সবাই ছুটছেন তাকে এক নজর দেখার জন্য যে মানুষটা সবার সুখে দু:খে পাশে থাকেন সে মানুষটি কে দেখার জন্য সর্বস্তরের মানষের ভীর এখন কামরানের বাসায় নগরীর বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন

ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হৃদরোগের চিকিৎসা শেষে বৃহস্পতিবার নগরীর ছড়ারপারের বাসায় ফিরলে তাঁকে এক নজর দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে অসংখ্য মানুষ তার ছড়ারপার বাসায় ভিড় জমান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,জাতীয় সংসদের হুইফ শাহাব উদ্দিন,মাহমুদুস সামাদ কয়েস এমপি,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবা উদ্দিন সিরাজ,মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগ্ণ দেখতে যান কামরানের বাস ভবনে।

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও খেটে খাওয়া সাধারণ মানুষ দিনমজুর থেকে শুরু করে নানান পেশার মানুষ তার বাসভবনে ভিড় জমান।বাদ জাননি মসজিদ মাদ্রাসার ইমাম, খতিব অধ্যক্ষ ছাত্র-শিক্ষকগণ।

এছাড়াও কামরানের সুস্থতার জন্য নগরীর বিভিন্ন জায়গায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এখনও পুরোপুরি সুস্থ না হলেও বিছানায় শুয়ে শুয়ে খোজ-খবর নিচ্ছেন দলের নেতাকর্মীদের,প্রতিদিনের মতো সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

বদর উদ্দিন আহমদ কামরানের ব্যক্তিগত সহকারী মো: বদরুল ইসলাম বলেন,স্যার এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি,কিন্তু তার কাজ থেমে নেই,অসুস্থ অবস্থায়ও দলের নেতাকর্মীদের খোজ খবর নিচ্ছেন,নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছেন।প্রতিদিন কয়েকশ মানুষ দেখতে আসছেন,তাদের সময়ও দিচ্ছেন তিনি।

উল্লেখ্য,গত কয়েকদিন থেকে সাবেক মেয়র কামরান বুকে ব্যথাসহ আরও কিছু সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় রোববার ঢাকায় এসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এনজিওগ্রাম করান তিনি। এতে তার হার্টে ৪টি ব্লক ধরা পড়ে। সোমবার সকালে ৩টি ব্লক অপসারণ করে রিং বসানো হয়,বর্তমানে তিনি সিলেট ছড়ারপারস্থ নিজ বাস ভবনে আছেন,আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন তিনি

এ বিভাগের অন্যান্য