আমার বাবা রাজাকার ছিলেন না’

 

নিজস্ব প্রতিবেদক: ‘আমার বাবা রাজাকার ছিলেন না, তিনি যদি রাজাকার হতেন তাহলে ১৯৭২ সালে কীভাবে রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন?

আমি দেখেছি নির্বাচনের সময় এলেই একটি মহল এই বিষয়টি সামনে নিয়ে আসে।’সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ একাংশ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সিলেট জেলার সহ-সভাপতি মাহমুদ-উস সামাদ চৌধুরী মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিমকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আমি ১৯৯৬ ও ২০০১ সালে দুর্ভাগ্যবশত সংসদ সদস্য হতে না পারলেও আমি সাধারণ মানুষের সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম। আমার নির্বাচনী এলাকার মানুষের সাথে রেখেছি গভীর যোগাযোগ। এভাবে ভবিষতেও মানুষের পাশে থাকতে চাই।পরে তিনি তার নির্বাচনী এলাকার ৬৯৫০কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. লুৎফুর রহমান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, দফতর সম্পাদক সাইফুল আলম রুহেল প্রমুখ।

 

 

এ বিভাগের অন্যান্য