বাংলা ইউনিভার্সিটির ফ্যামিলি নাইট

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক বিশ্ববিদ্যালয় বাংলা ইউনিভার্সিটির ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের এ সম্মিলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আগতদের বেশির ভাগই ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ। তাদের চোখে ছিলো স্বপ্ন, কন্ঠে ছিলো উচ্চশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ার দৃপ্ত অঙ্গীকার।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ও বাংলা ইউনিভার্সিটির এডভাইজারি বোর্ডের চেয়ারম্যান ড. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও সিইও আয়ান হক।

বাংলা ইউনিভার্সিটির প্রধান নির্বাহী (সিওও) ফায়যুর রাহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের হেড অব ক্রিয়েটিভ নাওয়াজ মারজান, হেড অব টেকনোলোজি রাকীব হাসান, হেড অব একাউন্টস মোস্তাক আহমেদ শামীম, হেড অব ফিন্যান্স রেজওয়ান রেজা, প্রডাকশন ম্যানেজার আবদুস সামাদ সাদী, গ্রাফিক্স ডিজাইনার আবদুর রব, সোস্যাল মিডিয়া ম্যানেজার নাঈম সিরাজ, ব্লগ মডারেটর শামস হক, লেকচারার এডভোকেট আহসান হাবীব, নাবিলা সিরাজী, আবুল হাসনাত হাসান, মাহমুদুল হাসান মুসা, দিব্যজ‌্যোতি শ্যাম চাঁদ, সব্যসাচী শ্যাম, জায়েদ আহমেদ, প্রডাকশন এক্সিকিউটিভ শাফী চৌধুরী, অফিস এক্সিকিউটিভ আনিসা জেইন, সোস্যাল মিডিয়া এক্সিকিউটিভ বুশরা সারাহ, মাহবুব শাহীন, কাওসার আহমেদ, তানভীর কোরেশী, রাজীব দাস, রাজ আরিয়ান, মাহবুব হাসান নাঈম, সন্দীপ কুমার, হাসান সায়েম ও রাশেদ হাসান চৌধুরী।

উল্লেখ্য, বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে ২০১৫ সালের ২১ শে ফেব্রুয়ারি কার্যক্রম শুরু করে বাংলা ইউনিভার্সিটি। বর্তমানে দেশবিদেশের শতাধিক স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন।

এ বিভাগের অন্যান্য