এসআইইউ’তে বিদায়ী শিক্ষার্থীদের সমাপনী উসবের উদ্ধোধনী অনুষ্ঠান
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিন ব্যাপী ৪র্থ বর্ষ ২য় সেমিষ্টারের শিক্ষার্থীদের সমাপনী উৎসব ফল ২০১৭ শুরু হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল ১১ ঘটিকার সময় অত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ এর সঞ্চালনায় বিশ্ববিদ্যায়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান এর উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব এড. মিসবাহ উদ্দিন সিরাজ।
জনাব মিসবাহ উদ্দিন সিরাজ তার উদ্ধোধনী বক্তব্যে ফল-২০১৭ সমাপনী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ১৭ সংখ্যাটি বাঙালী জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী। তিনি বলেন ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ১৭ই এপ্রিল ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, ১৭ই ডিসেম্বর ১৯৭১ সালে সিলেট স্বাধীন হয়, আমাদের ইসলাম ধর্মের প্রত্যেকদিনের ৫ ওয়াক্ত নামাজে সর্বমোট ফরজ নামাজ ১৭ রাকাত। এই ১৭ সংখ্যাটি ফল-২০১৭ সেশনের সাথে যুক্ত হওয়ায় তিনি বিশ্বাস করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর সুযোগ্য পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় এর নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত বিশ্বের দেশে রুপান্তর করার মাধ্যমে এই ফল-২০১৭ সেশনের সমাপনী শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিবির্মানে অবদান রাখবে।
জনাব সিরাজ তার বক্তব্যে বলেন এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টিজ এর চেয়ারপার্সন জনাব শামীম আহমদ ও তার পরিবার শিক্ষানুরাগী পরিবার। তারা শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য এই সিলেটে একটি স্কুল, একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছেন। প্রধান অতিথি এই পরিবারকে শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য সহ আরও বক্তব্য রাখেন ফল ২০১৭ সেশনের সমাপনী উৎসব কমিটির আহ্বায়ক মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী, অর্থ পরিচালক সুশান্ত আচার্য ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর সহকারী অধ্যাপক প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: ইকরামুল ফারুক, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক খালেদ হোসাইন, উপগ্রন্থাগারিক মোস্তফা কামাল সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।
সকাল ১১:৩০ মিনিটে হাতি, ঘোড়ার গাড়ি ও বিজিন্ন ধরনের বাদ্যযন্ত্র সন্নিবেশিত একটি সমাপনী র্যালী প্রধান অতিথি জনাব মিসবাহ উদ্দিন সিরাজ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সমাপনী ব্যাচের শিক্ষর্থীরা বিভিন্ন বর্নিল সাজে সজ্জিত হয়ে লাল রঙের টি-শার্ট পরিধান করে র্যালিতে অংশগ্রহণ করে। র্যালিটি শহরের মেডিকেল রোড, রিকানী বাজার পয়েন্ট, নগরীর চৌহাট্রা পয়েন্ট সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বেলা ১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে শেষ হয়।
সমাপনী উৎসবের ২য় দিনে আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিকাল ৩:০০ ঘটিকায় আলোচনা ও স্মৃুতিচারণ অনুষ্ঠান এবং বিকাল ৪:০০ ঘটিকা থেকে রাত ০৯:০০ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং ঢাকা থেকে আগত প্রখ্যাত ব্যান্ড দলের উপস্থাপনা নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
এ খবর লিখা পর্যন্ত অদ্য শনিবার সমাপনী শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত বিভিন্ন অনুষ্ঠান ও রং খেলার মত্ত ছিল।