এসআইইউ’র মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনের শুরুতেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদদের স্মরনে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরবিার এরপর সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় হলরুমে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচর্য প্রফেসর মো: মনির উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এক্রামুল ফারুক, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, উপ-গ্রন্থাগারিক মো: মোস্তফা কামাল, কর্মকর্তাদের পক্ষ থেকে সেকশন অফিসার বিপ্রেশ রায় ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এহেছানুল হক। এসময় সহকারী প্রক্টর মশিউর রহমান, সেকশন অফিসার শামীম হোসেন, অপু চক্রবর্ত্তী সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারন ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এইচ. এম. আরিফ এবং পবিত্র গীতা পাঠ করেন সেকশন অফিসার সুবিনয় আচার্য্য। এরপর পরই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলে ১মিনিট দাড়িঁয়ে নিরবতা পালন করেন।

 

এ বিভাগের অন্যান্য