মুহিবুর রহমান ফাউন্ডেশনের সুহৃদ বন্ধন ২৭ ফ্রেব্রুয়ারী
মবরুর আহমদ সাজু:
সিলেটে মুহিবুর রহমান ফাউন্ডেশনের সবচেয়ে বড় বার্ষিক সুহৃদ বন্ধন আগামী২৭ শে ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসব কে সামনে রেখে শিক্ষক, শিক্ষার্থী , অভিাবকসহ সংশ্লিষ্টরা সুহৃদ বন্ধনের জন্য উন্মোখ হয়ে আছে প্রতিদিন শিক্ষার্থীরা ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। ওই দিন সকাল ৮টায় সিলেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষ্যে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চার শিক্ষা প্রতিষ্ঠান
প্রায় সহস্রাধিক রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে । এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের সকল প্রস্তুতিগ্রহণ করা হয়েছে। সিলেট মুহিবুর রহমান ফাউন্ডেশনর সহযোগী প্রতিষ্টান সিলেট কমার্স কলেজ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ,মুহিবুর রহমান একাডেমি ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এ অনুস্ঠানে অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠানের দিন সকাল ৮টায় স্ব স্ব ক্যাম্পাস থেকে নির্ধারিত যানবাহনে যাতায়াত ব্যবস্হাপনায় আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। । উল্লেখ্য,প্রতিবছর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে এবং উৎসবটি ইতোমধ্যে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।পুরো আয়োজনে সিলেট সেফওয়ে ডি.এম.টি হাসপাতালের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা সরঞ্জামসহ একটি অ্যাম্বুলেন্স থাকবে, অনুষ্টানের সুচীতে রয়েছে আলোচনা সভা,সাধারন প্রতিযোগতিা, পালাক্রমে গান, নাচ, কবিতা আবৃত্তি, অভিনয়, কৌতুক, যাদু প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন সিলেট সহ দেশের শীর্ষস্হানীয় কন্ঠ শিল্পীরা। এছাড়া থাকছে নতুন নতুন প্রদর্শনী সাজ প্রতিযোগিতার সমাহার। অনুষ্টান সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করছেন সুহৃদ বন্ধন উদযাপন পরিষদের সমন্বয়ক সিলেট কমার্স কলেজের রেক্টর শামসুর রহমান