সিলেটে বইপড়া উৎসবের পরীক্ষা (২৩ ফেব্রুয়ারি) শুক্রবার
সিলেটে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠেয় বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
ঐদিন সকাল ১০টায় নগরীর লামাবাজারস্থ মদন মোহন কলেজ ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা রশিদ হায়দারের ‘শুভনের স্বাধিনতা’ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ গ্রন্থ থেকে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
পরীক্ষায় বই গ্রহণকারী সকল শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে এ অনুষ্ঠান চলে আসছে। আগামী মার্চে পুরস্কার বিতরণের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি হবে।