ইনজুরিতে মুশফিক-তামিম
কাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আর এ গুরুত্বপূর্ন ম্যাচের আগের দিনই ইনজুরিতে পড়লেন বাংলাদেশের দুই সেরা খেলোয়াড় তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। আজ অনুশীলনের সময় দুজনেই হাতের পেশীতে চোট পান। তবে তাদের চোট অতটা গুরুতর নয় বলে জানিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, টেস্ট ও ওয়নডের কথা ভুলে টি-টোয়েন্টি সিরিজ আমরা নতুন করে শুরু করতে চাই। ইতিমধ্যে ইনজুরির কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কে পাচ্ছিনা আমরা।