দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই : সিলেটে শেখ হাসিনা
মবরুর আহমদ সাজু:
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশে কোনো অন্যায়-অবিচার বরদাস্ত করবো না। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা বেহেস্ত নয়, দোজখে যাবে।
মঙ্গলবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ইসলাম জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেয় না। মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। আওয়ামী লীগ শান্তি চায়। শান্তি থাকলে উন্নয়ন হবে। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের সুনাম হয়, উন্নয়ন হয়, পুরস্কার পায়। আপনারা অতীতে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। এই মার্কায় ভোট দিয়ে দেশের উন্নতি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বিজয়ের জাতি। বিজয়ী জাতি হিসেবে আমরা দেশটাকে উন্নত করে তুলবো। আমরা মাথা উঁচু করে চলবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধশালী দেশ। ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে।