সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেট অনলাইন প্রেসক্লাবের ২০১৮ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৪৬জন ভোটারের মধ্যে ৪৪জন ভোটার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। শনিবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত একটানা এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৬টি পদে কোন প্রাতিদ্বন্ধি প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সভাপতি পদে মুহিত চৌধুরী (দৈনিক সিলেট ডটকম), সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ মকসুদ (বাসস), সহ-সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল (সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম), কোষাধ্যক্ষ মেহেদী কাবুল (সিলেটের সময় ডটকম), তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আব্দুর রহিম (ডেইলি সিলেট ডটকম), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুহিত দিদার (সিলেট এক্সপ্রেস ডটকম)।
নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে বর্তমান সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার (আজকের সিলেট ডটকম) ৩১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি তাওহীদুল ইসলাম (নিউজ চেম্বার টোয়েন্টফোর ডটকম) পেয়েছেন ১৩ ভোট।
পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে শিব্বির আহমদ ওসমানী (ডেইলি আমার বাংলা ডটকম) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ কামাল আহমদ (সিলেট বাংলা নিউজ ডটকম) পেয়েছেন ১৩ ভোট।
সদস্য পদে ফারহানা বেগম হেনা (ডেইলি বিডি নিউজ ডটনেট) ২৯ ভোট, জাবেদ আহমদ (সিলেটের কন্ঠ ডটকম) ২৮ ভোট ও মাসুদ আহমদ রনি (নিউজ ওরগান টোয়েন্টিফোর ডটকম) ২৭ পেয়ে বিজয়ী হয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ কামরুল আলম (সোনার সিলেট ডটকম) ২৩ ভোট ও মুহাম্মদ রুহুল আমিন নগরী ১০ ভোট পেয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও সালাহ উদ্দিন আলী আহমদ।
নির্বাচন পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সোয়েব, প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট মেট্টপলিটন পুলিশের এডিসি আব্দুল ওয়াহাব মিয়া, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নোবেল, বাংলা টিভির সিলেট ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবির মাসুক, জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ রশিদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সময়ের বিশেষ প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, কবি মখলিছুর রহমান, জাগো সিলেট ডট নিউজ’র সম্পাদক শিপন খান, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও অনলাইন ইনচার্জ মুনশী ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হোসেন রুবেল।