সাংবাদিক আশীষ দে’র মোটরসাইকেলে দুর্বৃত্তের আগুন
স্টাফ রিপোর্টারঃ সিলেট টেলিগ্রাফ পত্রিকার প্রধান সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক আশীষ দে’র ব্যবহৃত ব্যক্তিগত গাড়ীতে আগুন দিয়ে পালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় সিলেট এ ১১-১৭৭৮ মোটরবাইকটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।
আগুন বাসাবাড়ীতে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সরেজমিনে গিয়ে জানা যায় প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত শনিবারও নিজ বাসভবনের সামনে মোটরবাইকটি রেখেছিলেন আশীষ, রাত সাড়ে ১১ টার দিকে শা শা শব্দ শুনতে পেয়ে বাইরে বের হয়ে দেখেন তার গাড়ীতে আগুন জ্বলছে।
তখন এলাকাবাসীর সহায়তায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে জালালাবাদ থানার এসআই সুজন তালুকদার এর নেতৃত্বে পুলিশেরর একটি টিম ঘঠনাস্থল পরিদর্শন করে।
এসময় সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, মোহনা ক্লাবের আহবায়ক দেবজ্যোতি মজুমদার রতন- লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি রিপন এষ চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা ও সমাজসেবক দবির খান উপস্তিত ছিলেন।
উক্ত ঘটনায় থানায় সাধারন ডায়েরী করার প্রস্তুতি চলছে। এস আই সুজন তালুকদার জানান এটা পুর্বপরিকল্পিত ঘটনা হতে পারে, তবে অপরাধী যেই হোক আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো।