আসন্ন সিসিক নির্বাচনে কামরান সর্ম্পকে সিটি কাউন্সিলরা যা বলেলন
মবরুর আহমদ সাজু:
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সিলেট নগরী এখন উৎসবের নগরী । নবীন ও প্রবীণ প্রার্থীদের আগাম প্রচারণায় সরব সিটি এলাকা। চাঙ্গা হয়ে উঠেছে প্রতিটি পাড়া মহল্লা সিলেট শহরে ২৭টি ওয়ার্ড ও ২১০টি মহল্লা রয়েছে। এর আয়তন ২৬৫ বর্গ কিলোমিটার। ২০০১ সালের ৯ এপ্রিল সিলেট শহরকে সিলেট সিটি কর্পোরেশনের অধীন করা হয়। এদিকে আসন্ন নির্বাচনে ভোটাররা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে রীতিমতো গণসংযোগে নেমে পড়েছেন প্রশ্ন একটি কে হচ্ছেন সিলেট সিটির নগর পিতা ? নবীন না প্রবীণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ভোটাররা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে রীতিমতো গণসংযোগে নেমে পড়েছেন। প্রতিশ্রুতিমূলক শুভেচ্ছা-সংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাঁটিয়েছেন। আর সময় বলছে আসি আসি করে শেষ পর্যন্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচন এসেই গেল। আগামী জুন মাসের মধ্যে সিলেট সিটি করপোরেশন নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের মহযজ্ঞকে সামনে রেখে নির্বাচনী প্রার্থীদের প্রচারণা বাড়ছে। একই সাথে ভোটাররাও বিগত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের হিসাব-নিকাশও শুরু করে দিয়েছেন। নগরবাসী জানান, এবার ভোট প্রয়োগে ভোটারগণও থাকবেন সচেতন। এলাকার সঠিক উন্নয়নের স্বার্থে সঠিক প্রার্থীকে ভোট দেবেন তাঁরা। উন্নয়নের প্রভাব পড়বে সিটি মেয়র নির্বাচনে গত নির্বাচনে উন্নয়নের প্রতিশ্রুতি জনপ্রতিনিধিরা যারা কাজ করেছেন তাদের নগরীর অভিবাবক বানাবেন বলে জানিয়েছেন ভোটাররা । ইতোমধ্যে সিসিক কে কেন্দ্র করে নগরীর ২৭ টি ওয়ার্ডে শুরু হয়ে গেছে নানান জল্পনা কল্পনা। কে হচ্ছেন সিলেট সিটির মেয়র? এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাত সিটি কর্পোরেশন নির্বাচনকে টেস্ট কেস হিসেবে দেখছে জামাত। আর এই টেস্টে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে মরিয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও । মর্যাদার লড়াইয়ে হেরে গিয়ে বিএনপির হাতে কোন রাজনৈতিক অস্ত্র তুলে দিতে চায় না দলটি। দলটির শীর্ষ নেতাদের দাবি, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই জিততে চায় তারা। কারণ সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে সংসদ নির্বাচনে। যা দলের জন্য শুভ সংবাদ বহন হতে পারে না। তাই এসব বিবেচনা মাথায় রেখে নির্বাচনী ছক কষছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার । সূত্রমতে, গত নির্বাচনে পরাজয় থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে ৭ সিটির মধ্যে বেশির ভাগ সিটিতেই জয় চায় আওয়ামী লীগ। এ জন্য চলছে আগাম প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ। জয় এনে দিতে পারবেন এমন মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছেন দলের নীতিনির্ধারকরা। ইতোমধ্যে মেয়র প্রার্থীদের নিজ নিজ এলাকায় জনসংযোগ শুরুর নির্দেশও দেয়া হয়েছে। গত ৮ জুলাই গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের বিষয়ে স¤প্রতি শেখ হাসিনা তার ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।বিভিন্ন জনমত জরিপের ভিত্তিতে কোন সিটিতে কাকে মনোনয়ন দিলে ভালো হবে, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি। আগামী সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন কামরান,আরিফ নিয়ে বিএনপির টালবাহনা,চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে জামাত রয়েছে বলে অনেকে বলেছেন ? তবে এব্যাপারে সংশ্লিষ্টরা জানান বারবার নিজ দলেই চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন সিলেটের বিএনপি দলীয় মেয়র আরিফুল হক চৌধুরী। কিছুদিন পূর্বে এক অনলাইন একাধিক গণমাধ্যমের জরিপের ভিত্তিতে জনপ্রিয়তায় আওয়ামিলীগের নগর কান্ডারী বদর উদ্দিন আহমদ কামরানের নাম শীর্ষ উঠেছে। বদর উদ্দিন নআহমদ কামরান মানুষ হিসেবে কেমন এবং তাঁর রাজনীতির দর্শন সর্ম্পকে সিলেটের সময় ডট কমের জরিপে বর্তমান সিটি কাউন্সিলররা কামরান সম্পর্কে বলেন তারঁ প্রতি জানালেন তাদেও আস্থা বিশ্বাস ও প্রত্যাশা কথা । সিলেটের সময়ের পাঠকের জন্যে ২৭ টি ওয়ার্ডের প্রথম দিনের কাউন্সিলরদের কথা বিস্তারিত তুলে ধরেছেন আমাদের সিনিয়র রির্পোর্টার মবরুর আহমদ সাজু প্রথমেই নগরীর ৪ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন বদর উদ্দিন আহমদ কামরান একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাঁর রাজনীতির র্দশন অনেক সুদূঢ় প্রসারী বলে মনে করি, কামরান অনেক প্ররিশ্রমী মানুষ। ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন বদর উদ্দিন আহমদ কামরান হলেন জনগণের নেতা তাঁর রাজনিতীর মিশন অনেক ভালো দীর্ঘ দিন নগর ভবনে কাজ করতে গিয়ে তিনি নিজেরটি প্রাধান্য না দিয়ে মানবতার সেবায় কাজ করতে অগ্রণী ভুমিকা পালনে দ্বিদ্বাবোধ করেন না। ২নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জাহানারা খনম মিলন বলেন বদর উদ্দিন আহমদ কামরানের তুলনা হয় না তিনি সবসময় মানুষের কল্যাণে নিবেদিত মানুষ। ২ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর রাজিক মিয়া জানালেন বদর উদ্দিন আহমদ কামরান তাঁর দীর্ঘ দিনের সহকর্মী সিটি কমিশনার থেকে মেয়র থাকাকালীন সময়ে অনেক সৃজনশীলভাবে কাজ করছি নগর ভবনে এক সাথে সুতারাং তিনি একজন ভালো মনের মানুষ। ৭ নম্বর ওয়ার্ডের আফতাব উদ্দিন বলেন কামরান উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস। করেন কামরান মানে কামরানই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ বলেন বদর উদ্দিন আহমদ কামরান মানে তরুণ প্রজন্মর এক অভিবাবক তার তুলনা করা যায় না ২৫,নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর তাকবীরুল ইসলাম পিন্টু বলেন বদর উদ্দিন আহমদ কামরান গণমানুষের নেতা তাঁর বিকল্প নেই, কামরান মানে নতুন প্রেরণার জয়গান দলমত নির্বশেষে ভালোবাসা শ্রদ্ধা মানুষের প্রতি যদি জনপ্রতিনিধিদের থাকে তাহলে এই জনপ্রতিনিধি কে মানুষ বারবার নির্বাচিত করে । ১২ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মো. সিকন্দর আলী বলেন বদর উদ্দিন আহমদ কামরান সিলেটবাসীর অহংকার সার্বাজনীন ব্যক্তি তাঁর রাজনীতি অনেক অনুকরনীয় যা বলা বাহুল্য ৮ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সালেহা কবীর শেপী জানালেন বদর উদ্দিন আহমদ কামরানের তুলনা হয় না। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই নগরীর সমৃদ্বি ও উন্নয়নে কাজ করেছেন। ভোটারদের আশা আখাঙ্খার প্রতিফলন ঘটছে। ৭ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন বললেন বদর উদ্দিন আহমদ কামরান বিশাল মনের মানুষ আর্তমানবতার পাশে সর্বদা যিনি সেবকের দায়িত্ব পালন করেন আমরা দেখতে পাই সাধারণ মানুষের দৃষ্টিতেও জনপ্রিয়। বদর উদ্দিন আহমদ কামরান একজন জননন্দিত নেতা। নগরীর সাধারণ মানুষের আপন জন। তার আর্কষনীয় ব্যবহারে সকলেই মুগ্ধ। মানুষ তাকে ভরসার স্থল হিসেবে ভাবে এবং তার কাছে সুখ-দুখের বিষয়গুলো শেয়ার করে। তিনিও সুখে-দুখে সাধারণ মানুষের পাশে থাকেন। বলেন তিনি মন্তব্য করেন।৯ নম্বর ওয়ার্ডেরতি মহিলা কাউন্সিলর এ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ মনে করেন কামরান নি:সন্দেহে ভালো মানুষ একজন উন্নয়নের অভিবাবক বললে ভুল হবে না। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন বদও উদ্দিন আহমদ কামরান একজন বড় মাপের মানুষ রাজনীতিতে ক্রিয়েটিভ। ২৪ নম্বর ওয়ার্ডে র কাউন্সিলর রিপন আহমদ সোহেল বলেন বদর উদ্দিন আহমদ কামরান একজন স্বাধীন মনের মানুষ তাঁর রাজনীতির দর্শন অনেক বড় মাপের। ১৭ নম্বর ওয়ার্ডেও কাউন্সিলর সজীব জানালেন কামারন এক জনপ্রিয় মানুষ সবাই যেমন তাঁর কাছে আসে তেমনি আমি দেখিছি মানুষ কে তিনি কাছে টানেন। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক জানালেন বদর উদ্দিন আহমদ কামরান সম্পর্কে বলেন নগরবাসীর অভিবাবক সমসময় যা বলা বাহুল্য সত্য ও ন্যায়ের ভিত্তিতে মডেল সিটি গড়তে প্রয়োজন আন্তরিকতা। তবে ভিন্নরুপে এই সিটির সচেতন ভোটাররা ভোট প্রয়োগে থাকবেন সচেতন। এলাকার সঠিক উন্নয়নের স্বার্থে সঠিক প্রার্থীকে ভোট দেবেন তাঁরা। উন্নয়নের প্রভাব পড়বে সিটি নির্বাচনে।। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ বলেন বদও উদ্দিন আহমদ কামরান ছাড়া কল্পনা করা যায় না নগর ভবন! তাঁর রাজনীতি গণমানুষের জন্যে নিবেদিত। বাকি ওয়ার্ডেও কাউন্সিলরদেও কথা জানতে চোখ রাখুন সিলেটের সময়ে শিঘ্রই প্রকাশিত হবে।