শিক্ষার্থীদের জন্য স্কুলে সুইমিংপুল স্থাপন করলো মুহিবুর রহমান একাডেমী

ক্যাম্পাস প্রতিনিধি
সিলেটে এই প্রথম শিশুদের জন্য স্কুলেই সাঁতার শেখার জন্য ‘সুইমিংপুল’ সংযোজন করল মুহিবুর রহমান একাডেমি। শিশুদের শারিরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পরিকল্পনা নিয়ে স্কুল কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়। এর ফলে শিশুরা শিা কার্যক্রমের পাশাপাশি প্রাত্যাহিক জীবনের এক অন্যতম ও জরুরী অনুসঙ্গের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। ‘সুইমিংপুলে’ শিশুদের সাঁতার শেখানোর জন্য ইতোমধ্যে নিয়োগ দেয়া হয়েছে শারিরীক শিায় অভিজ্ঞ শিকও। নগরীর দরগাহ মহল্লায় অবস্থিত মুহিবুর রহমান একাডেমি’র একাডেমিক ভবনের   তয় শ্রেণী কক্ষের   পার্শেই   অত্যাধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে স্থাপিত হয়েছে সুইমিং পুলটি।
জানা গেছে, ২০১২ সালে ‘মুহিবুর রহমান একাডেমি’ প্রতিষ্ঠার পর থেকেই এর ব্যতিক্রমি শিশু শিক্ষাবান্ধব অবকাঠামো ও পাঠদান কার্যক্রম নগরীর অভিভাবকসহ সচেতন মহলের নজর কাড়ে। বিশেষ করে পাঠদানের পাশাপাশি শিশুদের শারিরীক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহারসহ নানাবিধ ব্যবস্থাগ্রহণ করে একাডেমিক কর্তৃপ শিশুদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। পুঁথিগত প্রথাগত শিক্ষার বৃত্ত ভেঙ্গে শিশুদের জীবনমুখী শিায় উদ্বুদ্ধ করতে স্কুল পরিচালনা কর্তৃপ নানা উদ্যোগ গ্রহণ করে। এ ব্যাপারে স্কুলে প্রতিষ্ঠাতা, অধ্যাপক মো. মুহিবুর রহমান জানান, আজকের নাগরিক জীবনে সাঁতার শেখা শিশুদের জন্য একটি বড়ো চ্যালেঞ্জ, অন্যদিকে সাঁতার না জানলে জীবনের যে কোন পর্যায়েই বিপদের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, শৈশবই সাঁতার শেখার উপযুক্ত সময় আর স্কুল হলো একটি শিশুর শৈশবের সবচেয়ে নির্ভরযোগ্য আনন্দপীঠ। তাই স্কুলেই সাঁতার শেখার ব্যবস্থা করেছি শিশুদের নিরাপদ জীবনের কথা চিন্তা করেই। তিনি এ ব্যাপারে সকলের সচেতনতা ও সহযোগীতা কামনা করেন।

এ বিভাগের অন্যান্য