এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে বদর উদ্দিন আহমদ কামরানের শোক
চট্টগ্রামের বীর পুরুষ, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। শুক্রবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, মহিউদ্দিন চৌধুরী দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে ছিলেন একজন কিংবদন্তী পুরুষ। তার মৃত্যুতে দেশ এক সূর্য সন্তানকে হারালো যা কখনও পূরণ হবার নয়। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান