‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে’
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন শাসক চক্র দেশে ইতিহাস ঐতিহ্যকে বিপরীত দিকে ঘুরিয়ে দিয়েছিল। তারা সফল হতে পারে নাই এর বাস্তব প্রমান আজকের ডিজিটাল বাংলাদেশ।’
বৃহষ্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সম্মানিক অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান এ্যডভোকেট, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও শফিকুর রহমান চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফাতেহ ফাত্তাহ, মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, মুক্তিযোদ্ধা এ্যডভোকেট মুজিবুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ইমজা সভাপতি আল-আজাদ, ইসলামী ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক শাহ নজরুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমূখ।