ভিক্ষুকদের শীত বস্ত্র বিতরণ করলো হলি ডে ট্যুরস্
মানবতার সেবা ও দুস্থদের সাহায্যার্থে আজ বৃহস্পতিবার হলি ডে ট্যুরস এন্ড কনসালটেন্সি এর আয়োজনে এবং জাদুরচেরাগ (সিলেট ভিত্তিক অনলাইন সুপার সপ) ও করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়িদের সার্বিক সহযোগিতায় সিলেটের বন্দর বাজারে অবস্থিত করিম উল্লাহ মার্কেটের ৫ম তলায় হলি ডে ট্যুরস্ এন্ড কনসালটেন্সির অফিস প্রাঙ্গনে অসহায় ভিক্ষুকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীত বস্ত্র বিতরণে জাদুর চেরাগ এবং করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসহায় দুস্থদের সাহায্যার্থে সমাজের সর্বস্থরের জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দ।