মিশিগান স্টেইট ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি তারেক, সাধারণ সম্পাদক আওলাদ
মিশিগান স্টেইট ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি তারেক, সাধারণ সম্পাদক আওলাদ
সফল ভবে সম্পন্ন হল মিশিগান স্টেইট ছাত্রলীগের সম্মেলন৷ সম্মেলন উপলক্ষে (২৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় কনান্ট স্টেইটের স্থানীয় রেশমী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় ছাত্রলীগ নেতা সাদেক আহমদ তারেকের সভাপতিত্বে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান আনিস এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মিশিগান আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমদ চান, প্রধান বক্তা ছিলেন মিশিগান স্টেইট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মোহাম্মদ শাহাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মিশিগান স্টেইট আওয়ামীলীগের উপদেষ্টা এম এ সালাম সেলিম, প্রবীণ আওয়ামীলীগ নেতা সাহেদ আহমদ আনসারী, প্রবীণ আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম আহমদ, মিশিগান আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল আমিন মানিক ৷
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে আলফু কামালি , খালেদ আহমদ , আবু আহমদ মুসা , মাহবুবে রাব্বী খান , সালেহ আহমদ বাদল , নজরুল ইসলাম , মুর্সেদ আহমদ , সাবুল হোসেন , খালেদ জাফরি , মোসারফ হোসেন , আবদুল বাসিত , সেলিম আহমদ , দেলোয়ার আনসারী , গুলজার হোসেন ছাত্রলীগ নেতা আওলাদ হোসেন মামুন , রাজন আহমদ , রাজ রহমান , আবদুল ওয়াহিদ তানিম , আবদুল ওয়াহিদ টিপু , সাইফুর রহমান প্রমুখ ৷
পবিত্র কোরআন তিলাওয়াত করেন ছাত্রলীগ নেতা আফজল হোসেন ৷
আলোচনা সভার পর দ্বিতীয় পর্বে সকল ছাত্রলীগ নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে সাদেক আহমদ তারেককে সভাপতি ও আওলাদ হোসেন মামুনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট মিশিগান স্টেইট ছাত্রলীগের কমিটি গঠন করা হয় ৷
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি জাকির আলম হানি , রাজন আহমদ , রাজ রহমান ,যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ তানিম , মারজান মিয়া , ময়নুল আহমদ সাংগঠনিক সষ্পাদক আবদুল ওয়াহিদ টিপু , সালমান আহমদ , নোমান চোধুরী দফতর সম্পাদক রুফু মিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান অর্থ সম্পাদক সামাদ আহমদ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সস্পাদক শাপলা সারোয়ার ক্রীড়া সম্পাদক অনিক চৌধুরী ধর্ম বিষয়ক সস্পাদক আফজল হোসাইন ছাত্রী বিষয়ক সস্পাদক সনিয়া ইয়াসমিন ৷
সদস্য আলী খান , সাওন বড়ুয়া , তারেক হোসাইন , জাহিদ আহমদ , কাওসার আহমেদ , জুবের আহমেদ , আবদুল ওয়াহিদ , হিমেল নাগ , সায়েক আহমদ ,দিলন আহমদ , শাহরিয়ার তানবীর , আমির হোসেন , মাহদি হাসান , মাহবুব রহমান , নজরুল ইসলাম , সোহাগ মিয়া , আবদুল কাদির, জামিল আহমেদ , সাইফুর রহমান রহমান , সোহাগ আহমদ , আলভি আহমদ , কোনো আহমদ ৷