২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন
২০১৮ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বছরে ২২ দিন ছুটির মধ্যে সাতদিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (০৬ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন বছরের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, নতুন বছরে সরকারি ছুটি ২২ দিন। এরমধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ৮ দিন।
সাধারণ ছুটির মধ্যে চারদিন শুক্র-শনি এবং নির্বাহী আদেশে সরকারি ছুটিতে তিনদিন পড়েছে শুক্র-শনিবার, জানান শফিউল আলম।
তিনি বলেন, আগামী বছরের সাধারণ ছুটির মধ্যে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৯ এপ্রিল বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস ১ মে, ১৫ জুন জুমাতুল বিদা, ১৬ জুন ঈদ-উল ফিতর, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২২ আগস্ট ঈদ-উল আযহা, ২ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ১৯ অক্টোবর দুর্গাপূজা, ২১ নভেম্বর ঈদ-ই মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন।
এছাড়া ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২ মে শব-ই-বরাত, ১২ জুন শব-ই-কদর, ১৫ ও ১৭ জুন ঈদ-উল ফিতরের আগে ও পরের দিন, ২১ ও ২৩ আগস্ট ঈদ-উল আযহার আগে ও পরের দিন এবং আশুরায় ২১ সেপ্টেম্বর নির্বাহী আদেশে ছুটি থাকবে।
চলতি ২০১৭ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ছিলো, যার ১০ দিনের ছুটি পড়েছিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে।
২০১৬ সালেও ২২ দিন সরকারি ছুটি ছিল, যার চারদিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।