লাউয়াছড়া পরিদর্শন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী জ্যাকব
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি স্বপরিবারে শ্রীমঙ্গল সফরে আসলে শনিবার দুপুরে লাউয়াছড়ার প্রাকৃতিক জীববৈচিত্র্য, আবহাওয়া ও পরিবেশ-প্রতিবেশ বিষয়ে জনমত সংগ্রহ করেন।
উপমন্ত্রী বলেন- লাউয়াছড়াকে বাংলাদেশের একটি অতি অকর্ষনীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে সম্প্রতি মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে লাউয়াছড়ার ঐতিহ্য টিকিয়ে রাখতে এখানে পর্যটকদের জন্য নীতিমালা নির্ধারণ করা হবে। জীব বৈচিত্র্য রক্ষায় লাউয়াছড়ার মধ্য থেকে রেল ও সড়ক পথের বিকল্প ব্যবস্থা নিয়ে যথাযথ মন্ত্রনালয়ের সাথে আলোচনা করা হবে।
এছাড়াও লাউয়াছড়ায় খাসিয়া উপজাতি ও বনরক্ষীদের বিকল্প জীবিকায়ন ব্যবস্থার ব্যপারের সিদ্ধান্ত নেওয়া হবে তিনি জানান।
তিনি আরো বলেন- লাউয়াছড়ার সীমানা নির্ধারণ করে খুব দ্রুত এখান থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। সর্বপোরী লাউয়াছড়ার সকল সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয় হতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনের উদ্যোগে বেশ কয়েকটি বন্যপ্রাণী অবমুক্ত ও বৃক্ষ রোপন করেন তিনি।