সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বিএনপি সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোন ষড়যন্ত্র জাতি মেনে নিবে না। আওয়ামী অবৈধ সরকার ক্ষমতার আসার পর থেকেই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করে জাতিকে বিভ্রান্ত করছে। যতই ষড়যন্ত্র হয়েছে তারেক রহমানের জনপ্রিয়তা ততই বৃদ্ধি পেয়েছে। কোন ষড়যন্ত্রই সফল হবে না।’
বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে নগরীতে বুধবার বিক্ষোভ সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল শুরু হয়ে কোর্টপয়েন্টে গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মশহুদ আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, মহানগর সহ-সভাপতি সিটি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীা উপস্থিত ছিলেন।