সিলেট ফুটপাত দখল: ২৬ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি
ফুটপাত দখলের অভিযোগে সিলেট মহানগর হকার্স লীগের সভাপতি রকিব আলীসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরু এ আদেশ দেন।
মহানগর এলাকার সংশ্লিষ্ট থানাকে আসামিদের আগামী ৫ নভেম্বরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুটপাত দখলদারদের পূর্ণাঙ্গ নামের তালিকা জমা দেওয়া হয়। ওই তালিকা পর্যালোচনা করে বিচারক ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারিকৃত আসামিদের মধ্যে সিলেট মহানগরীর হকার সংগঠন ও পরিবহন স্ট্যান্ড নেতাদের নাম রয়েছে।
এর আগে ১৬ আক্টোবর সিলেট নগরীর ফুটপাত দখলদার ও আশ্রয়দাতা ৩৬ জনের তালিকা আদালতে জমা দেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন। ওই তালিকা পূর্ণাঙ্গ নাম ঠিকানসহ জমা দেওয়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আবারও তালিকা জমা দেন তারা।
প্রসঙ্গত, সিলেট জেলা আইনজীবী সমিতির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মে ফুটপাত দখলকারীদের তালিকা প্রস্তুত করে প্রতিবেদন আকারে জমা দিতে মেয়রকে নির্দেশ দেন মুখ্য মহানগর হাকিম আদালত। এ ক্ষেত্রে মেয়রকে সহযোগিতার জন্য কোতোয়ালি থানার ওসিকেও নির্দেশ দেন আদালত।