রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যান সমিতি।
মিয়ানমারে নির্যাতিত বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের শরনার্থীদের পাশে দাঁড়িয়েছে সিলেট নগরীর ২৬নং ওয়ার্ড এর কদমতলী এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংঘটন স্বর্নশিখা সমাজ কল্যান সমিতির নেতৃবৃন্দ।কদমতলী এলাকার মানুষের দেয়া রোহিঙ্গাদের জন্য ত্রান ও নগদ অর্থ তারা নিজ হাতে গত শুক্রবার কক্সবাজারের উখিয়া উপজেলায় তাদের ক্যম্পে গিয়ে পৌছে দেন। স্বর্নশিখা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ৬ সদস্যদের এই প্রতিনিধি দলে ছিলেন-স্বর্নশিখা সমাজ কল্যাণ সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আলমগীর হোসেন,সহ-সভাপতি আব্দুল মোমিন পান্না,ক্রীড়া সম্পাদক জুবেদ আহমদ,সহ ক্রীড়া সম্পাদক সাদিক উল্লাহ সবুজ এবং ধর্ম বিষয়ক সম্পাদক হাবিব আহমদ হাবিব। তাদের এই মহতী উদ্যোগ কে এলাকার সর্বস্তরের জনগন সাধুবাদ জানান।