পূর্ব শত্রুতার জেরে বানিয়াচংয়ে গরুর খামারে হামলা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা গরুর খামারে আগুন জালিয়ে দুইটি গরু মেরে ফেলা ও একটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ সময় সন্ত্রাসীদের হামলায় খামার মালিকসহ দুইজন গুরুতর আহত হন। আহত একজন আশংখা জনক হওয়ায় বানিয়াচং সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মাথায় আগাত পাওয়া শানুর মিয়া ( ২৮) কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়।বাকী আহতদের বানিয়াচং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ১নং ইউনিয়নের সৈদরঠুলা গ্রামে দুর্বৃত্তরা এ হামলার ঘটনাটি ঘটায়।

স্থানীয়রা জানান, তোপখানা গ্রামের সালা উদ্দিন মিয়ার পুত্র শেবুল মিয়া তার বন্দুদের নিয়ে একটি গরুর খামার খুলে ব্যবসা করে আসছিল।

একই গ্রামের শাহজাহান মিয়া ও তার সঙ্গি সাতিদের সাথে পূর্বে কথা কাটাকাটি হয় এর জের ধরে তাদের মনে একটি হিংসা তৈরি হয়।

পরে শাহজাহান মিয়ার সঙ্গে আবু বক্কার (৫৩), আব্দুল লতিফ (৪৫), ইব্রাহিম হোসেন (২৫), রোজেন আলী (৩০) মামুন খান ( ৩০) শিহাব উদ্দিন (২৫) আতিক হাসান (২৬) মাসুদ মিয়া (৩২) তোফাজ্জল হোসেন (৩০) রবিন আলী (১৮) ও নাম না জানা অনেক সংঘবদ্ধ হয়ে রাতেই এসে খামারে হামলা ও ভাঙচুর চায়িয়ে দুইটি গরু মেরে ফেলে।

এ সময় বাধা দিলে খামার মালিক সেবুল মিয়ার বন্ধু শানুর মিয়া (২৮) কে মারপিট করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

 

 


স্থানীয় মুরব্বী আব্দুল খালেক বলেন, কে বা কারা এই খামারে হামলা করেছে, আমরা এখন সঠিকভাবে জানতে পারি নি।

তবে শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এখানে হামলা করেছে।

বানিয়াচং ১ নং ইউনিয়ন চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, সন্ত্রাসীরা এলাকার বেপরোয়া চাঁদাবাজ। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তারা যে ঘটনাটি ঘটিয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

 

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য