জৈন্তাপুরে মধ্যরাতে ১৫ জুয়াড়ি আটক

নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়- গত বুধবার ১৮ (সেপ্টেম্বর ) দিবাগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিকের নির্দেশে এসআই আজিজ ও এসআই শংকরের নেতৃত্বে জৈন্তাপুর উপজেলার স্টেশন বাজার থানা সংলগ্ন সীমান্ত রেষ্টুরেন্টের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে নিয়ে আসে পুলিশ।

আটকৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা গ্রামের বজলু মিয়ার ছেলে ইসহাক মিয়া (৩০), জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ কান্দি গ্রামের তজম্মুল আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৫), নিজপাট ইউনিয়নের মজুদার পাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ (ড্রাইভার) ছেলে সোহেল আহমদ (২৮), জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ কান্দি গ্রামের সাইফুল্লার ছেলে জালাল উদ্দিন হেলাল (২৮), জৈন্তাপুর ইউনিয়নের বিড়াখাই গ্রামের আব্দুল লতিফের ছেলে নাছির আহমদ (৩০), জৈন্তাপুর ইউনিয়নের বিড়াখাই গ্রামের মৃত শহর উল্লার ছেলে কামরুল হাসান (৩০), নিজপাট ইউনিয়নের পানিয়ারাহাটি গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম সুমন (৩০), জৈন্তাপুর ইউনিয়নের মোয়াখাই গ্রামের সুনিল দাশের ছেলে সাধন দাশ (৩০), নিজপাট ইউনিয়নের মোরগাহাটি গ্রামের মুত মুছা মিয়ার ছেলে মহসিন আহমদ (৩০), নিজপাট ইউনিয়নের রুপচেং মধ্যপাড়া গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে হাফিজুল হক (বাট্টি) (২৮), জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ কান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ কিবরিয়া (৩৩), জৈন্তাপুর ইউনিয়নোর বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত মছক আলীর ছেলে হাবিবুর রহমান (২৮), জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত সামছুল হকের ছেলে বোরহান উদ্দিন (২০), নিজপাট ইউনিয়নের দর্জিহাটি গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ মইনুল হক (২৪), এবং গোয়াইনঘাট উপজেলার সাবেক আলীরগাঁও ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত নজুব আলীর ছেলে মোঃ মুছা মিয়া (৪০)। আটকের সময় তাদের সাথে জুয়া খেলার উপকরণ তাসসহ নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানার মামলা করে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়।

আটকের বিষয় নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বলেন, সীমান্ত রেস্টুরেন্টের দ্বিতীয় তলার একটি চক্র নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিল। খবর পেয়ে বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালায় এবং ১৫ জুয়াড়ীকে আটক করে।১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য