সাফল্যের রেকর্ড গড়েছে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ

এবারের এইচ এস সি ২০১৮ পরীক্ষায় সাফল্যের রেকর্ড গড়েছে মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ। তাই এ ফলাফলে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করেছে উল্লাস আর উদ্যমী উৎসব। শিক্ষার্থী আর অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন প্রাপ্ত ফলাফলে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে কলেজের অধ্যক্ষ মু, রহমান বুলবুল এ ফলাফল ঘোষণা করেন। এ কলেজে মোট ১২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ জন তার নাম আবু জাফর উবায়দুল্লাহ। তাছাড়া জিপিএ ৪এর উর্দ্ধে পেয়েছেন ৮৭ জন জন। ফলাফলে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের ব্যতিক্রমী ও প্রযুক্তি ভিত্তিক পাঠদান পদ্ধতির প্রশংসা করেন। কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুহিবুর রহমান বলেন, সিলেটের প্রথম পূর্ণাঙ্গ বিজ্ঞান কলেজ হিসেবে এ কলেজের পথচলা। তিনি বলেন, মুহিবুর রহমান ফাউন্ডেশন শিক্ষার্থীদের সাফল্যের পথ শাণিত করে দেয় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে। তিনি সকল শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। ফলাফল প্রদানের সময় উপস্থিত ছিলেন সিলেট কমার্স কলেজের রেক্টর মো. শামসুর রহমান মুহিবুর রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ফরিদ আহমদ প্রভাষক আফজাল হুসাইন. এ কে,এইচ জেসন , চৌধুরী ফাহিম দাউদ কোরইশী আবুল হাসনাত হাসান, সোয়েব আহমদ চৌধুরী, জোবায়ের, লিয়াকত আলী মোর্শেদা আক্তার মো. কামরুজ্জামান,মো, সোলায়মান আহমদ প্রমুখ।

 

এ বিভাগের অন্যান্য