পাকিস্তানে রকেট লাঞ্চার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক ঃ
পাকিস্তানে একটি রকেট লাঞ্চার বিস্ফোরণে ৫ শিশুসহ আটজন নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য ছিলেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতি বেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার পাকিস্তানের সিন্ধ প্রদেশের কান্ধখোতে এই ঘটনা ঘটে। কান্ধখোত পুলিশের সিনিয়র এসপি রোহাইল খোশো বলেন, কুচা এলাকা ঘোড়াঘাটের এক বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে বুধবার কৃষিমাঠে খেলছিল শিশুরা। তখন তারা রকেট লাঞ্চারটি খুঁজে পায়। সেখান থেকে বাড়ি নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের দেখায় তারা। তখনই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছান এবং সবাইকে হাসপাতালে নিয়ে যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় শোক প্রকাশ করে সিন্ধ এর তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মকবুল বাকার তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তিনি প্রশ্ন তোলেন কীভাবে প্রত্যন্ত এক গ্রামে এই রকেট লাঞ্চার পৌঁছাল। তিনি বলেন, ‘কুচা এলাকা দিয়ে কি অস্ত্র পাচার হচ্ছে? সেখানকার ডাকাতদের কি েএই অস্ত্র সরবরাহ করা হচ্ছিল? বিস্তারিত তথ্য চাই আমি।’