অবৈধভাবে ভারতে প্রবেশ, ১৯ বাংলাদেশি আটক
অবৈধভাবে ভারতে প্রবেশ করার কারণে ১০ নারীসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুনের নগর পুলিশের অপরাধ শাখার সামাজিক নিরাপত্তা সেল শুক্রবার ভোরের দিকে অভিযান চালিয়ে, বুধওয়ার পেঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পুলিশের ধারণা তারা সবাই বাংলাদেশি।
এ ঘটনায় সোশ্যাল সিকিউরিটি সেলের প্রধান সিনিয়র ইন্সপেক্টর ভারত যাদব বলেন, ‘ গ্রেপ্তারকৃতরা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে দাবি করলেও তাদের ফোন পরীক্ষা করে জানা গেছে, তারা বাংলাদেশেই সবচেয়ে বেশি ফোন করেছে।
যাদব আরো বলেন, ‘২০২২ সাল থেকেই তারা এই শহরে কাজ করছে।
পাসপোর্ট এবং বিদেশী আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে পুলিশ দেশটির আদালতের কাছে অনুমতি চেয়েছে। তাদের প্রথমে কোলকাতা পুলিশের কাছে হস্তান্তর করা হবে, এরপর আইনি আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া