পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ৪

সিলেটের সময় ডেস্ক :

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবহনে চাঁদাবাজির সময় ৪ চাঁদাবাজকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

ভুলতা ফাড়িঁর ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকালে গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় চাদাঁবাজির সংবাদ পেয়ে পুলিশ বিশেষ  অভিযান পরিচালনা করে চার চাঁদাবাজকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার হোমনা থানার দরিচর উপজেলার নূর মোহাম্মদ লাদেনের ছেলে আরিয়ান ইসলাম (২৫), ব্রাক্ষন বাড়িয়া জেলার বিজয়নগর থানার সিঙ্গার বিল এলাকার মনা মিয়ার ছেলে রিপন (৩২), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকার মৃত মিছির আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) ও মাদারীপুর জেলার ডাসার থানার পশ্চিম বোতলা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৫)।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য