খ্রিষ্টানদের বিক্ষোভে মেশিনগান দিয়ে গুলি, নিহত ১০
সিলেটের সময় ডেস্ক :
হাইতিতে খ্রিষ্টানদের গির্জার এক নেতার নেতৃত্বে আয়োজিত এক বিক্ষোভে অতর্কিত গুলি চালিয়েছে দেশটির স্থানীয় গ্যাং। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা সিএআরডিএইচ এ তথ্য জানিয়েছে।
তবে স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১০ জন। খবর এএফপির।
সিএআরডিএইচ বলেছে, রাজধানী পর্তোপ্রাঁসের উত্তর শহরতলি একটি গ্যাংয়ের নিয়ন্ত্রণে। তারা শনিবারের বিক্ষোভে মেশিনগান দিয়ে গুলি চালিয়েছে।
সিএআরডিএইচ এর পরিচালক গেডিওন জিন বলেছেন, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। বেশ কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেইসঙ্গে কয়েকজনকে অপহরণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ারকৃত ভিডিওতে দেখা যায়, অন্তত ১০০ জন হলুদ শার্ট পরা ব্যক্তি কানান শহরতলিতে মার্চ করছিল। ভিডিওতে আরও দেখা যায়, রাস্তায় লোকদের গুলি করা হচ্ছে। অনেকের লাশ রাস্তায় পরে আছে।
তবে এসব ভিডিও-এর সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।