চলতি বছর ২০১ জন বাংলাদেশিকে আটক করেছে রোমানিয়া
সিলেটের সময় ডেস্ক :
চলতি বছরের প্রথম পাঁচ মাসে ২০১ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে রোমানিয়া। অবৈধ অভিবাসন এবং দেশের ফেরত যাওয়ার আদেশ দেওয়ার পরেও ফিরে না যাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের সবাইকে বর্তমানে ডিপোর্ট করবে রোমানিয়া। এখন পর্যন্ত কতজনকে ফেরত পাঠানো হয়েছে তার হিসাব দেয়নি দেশটির অভিবাসন দপ্তর। ইন্ফোমাইগ্রেন্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
২২ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) জানিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত অনিয়মিত পরিস্থিতিতে আটক হওয়া ৫২৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ২০১ জন বাংলাদেশি রয়েছে।
প্রথম পাঁচ মাসে নিরাপত্তা হেফাজতে নেওয়া অভিবাসীদের ফেরত পাঠানোর আগ মুহূর্ত পর্যন্ত দেশটির আরাদ ও ওটোপেনি নামের দুটি আবাসন কেন্দ্রে রাখা হয়েছিল।
রোমানিয়ায় কাউকে নিরাপত্তা হেফাজতে নেওয়ার অর্থ হল দেশটির ভূখণ্ডে চলাচলে বিধিনিষেধ দেওয়া। মূলত আইন ভঙ্গকারী অনিয়মিত বিদেশি নাগরিকদের সীমান্ত পুলিশের অধীনে জোরপূর্বক অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এমন আইনি আদেশ দেওয়া হয়।
এই বিধানটি একটি আইনি প্রক্রিয়ার অংশ। একটি অধ্যাদেশের ওপর ভিত্তি করে বুখারেস্ট কোর্ট অব আপিলের পাবলিক প্রসিকিউটর অফিস মনোনীত প্রসিকিউটরের মাধ্যমে ৩০ দিনের এই আটকে রাখার অনুমতি দেওয়া হয়।
এর আগে চলতি বছরের প্রথম চার মাসে ৭৯ জন বাংলাদেশিসহ ২৯৬ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ‘ডিপোর্ট’ বা জোরপূর্বক ফেরত পাঠানোর তথ্য দিয়েছিল রোমানিয়া পুলিশের জেন্ডারমেরি শাখা অভিবাসন দপ্তর ও সীমান্ত পুলিশের কর্মকর্তারা।