মিতু হত্যা; দুই আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ
সিলেটের সময় ডেস্কঃ
চট্টগ্রামে আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় পলাতক দুই আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের আদালত এ আদেশ দেন।
পলাতক দুই আসামি হলেন কামরুল শিকদার প্রকাশ মুছা ও খায়রুল ইসলাম প্রকাশ কালু। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান।
তিনি বলেন, পলাতক দুই আসামির ঠিকানায় গিয়ে পুলিশ তাদের খুঁজে পায়নি। এই কারণে আসামির বিচারকাজ শুরুর আগে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দিয়েছে আদালত।
গত ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাতজনকে আসামি করে চট্টগ্রামের আদালতে দুই হাজার ৮৪ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর গত ১০ অক্টোবর নিজের করা মামলায় বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে পিবিআই দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছিলেন আদালত। একই সময় এই মামলার পলাতক আসামি মুছাসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে বাবুল আক্তার, ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার কারাগারে। এহতেশামুল জামিনে রয়েছেন।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে বাসা থেকে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।