৬ ঘন্টার সিলেট সফর শেষে ঢাকায় ফিরলেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি
সিলেটে ৬ ঘন্টার সফর শেষে ঢাকায় ফিরলেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি। শনিবার সকাল ৮টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সিলেটে পৌঁছানোর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি ।
পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে দুপুর দুইটা ত্রিশ মিনিটে শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।