শব-ই-মিরাজ দর্শন: মামুন আনসারী
*******************
বুরাক শকটে উড়ে ধাবমান নবী,
সাক্ষাৎ হবে দু’জাহান বাদশাহ্ সাথে;
ধরণি তখনও ঘুমে, স্থির, স্তব্ধ সবি;
বিদ্যুৎ গতিতে সাতাশ– প্রেম রাহমাতে।
পিঞ্জরে সালাত মাখি, সাক্ষাৎ যত নবী;
রমজান হাঁকে দ্বারে, পূর্ণবরকাতে!
বনি ইস্রাইল খোলো, চৌদ্দ কিস্তি তাতে;
উম্মতে গৌরব ঢলে, ভাবে বসে কবি!
ঐ হিজরতের আগে (মিরাজ রজনি
রজব মাহিনে এলো।) নহে অহংকার,
হে মুসলিম উম্মতি! হ’লে চিরঋণী,
ইসলামী নওরোজ, চৌদ্দটি হাজার।
আমামা দামামা রণে, (শির উঁচু করে
বিদয়াত ত্যাগে উম্মি!) বাহিরে অন্তরে