বাংলাদেশ সেচ্ছাসেবী সামাজিক জোটের মতবিনিময় সভা
বাংলাদেশ সেচ্ছাসেবী সামাজিক জোট (বাসসাজ) এর মতবিনিময় সভা ১৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ সেচ্ছাসেবী সামাজিক জোট (বাসসাজ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক শাহীন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মোমিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাসসাজের সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গৌছ উদ্দিন, লিয়াকত আলী, ফারহানা আক্তার হেনা, সদস্য মকসুদুর রহমান চৌধুরী, কামরান তালুকদার দার, এনামুল ইসলাম, মঈন উদ্দিন, মাজহারুল ইসলাম সাদী, কামাল আলী গাজী, বিপ্র দাস বিশু বিক্রম, আতাউর রহমান খান, আল-আমিন আহমদ প্রমুখ ।
সভায় মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পস্তবক অর্পন, ২২ ফেব্রুয়ারি বাসসাজের বনভোজনে অংশগ্রহণ, সিলেটে বাসসাজের বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন, বাসসাজের সিলেট বিভাগীয় কমিটির পূর্ণাঙ্গ সহ বিবিধ আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি