আমার নামে ভূয়া ফেইসবুক আইডি বন্ধ না করলে আইনি ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের নামে খোলা ভুয়া আইডি ব্যবহারকারিদের সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। এক বিবৃতিতে তিনি বলেন, যে বা যারা আমার নামে ফেইসবুকে একাধিক পেইজ ও আইডি খুলে ব্যবহার করছেন, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। এহেন কর্মকান্ড আমার জন্য অত্যন্ত বিব্রতকর।
ড. মোমেন বলেন, আমার নামে একটি ফেইসবুক পেইজ রয়েছে যা ফেইসবুক কর্তৃপক্ষ ভেরিফাই করেছে। এছাড়া আমার নিজের কোন ফেইসবুক পেইজ নেই।
ভুয়া আইডি বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, আমার নামে তৈরি এসব ভুয়া আইডি ব্যবহারকারীগণ নিজ থেকে তা বন্ধ করে নিন। অন্যথায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।