স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কে গণদাবী ফোরামের ফুলেল শুভেচ্ছা
শনিবার দুপুর ১টা ২০ মিনিটে নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর।এছাড়া তিনি সিলেট সার্কিট হাউসে অবস্থান করলে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেটের দাবীদাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়.এ সময় উপস্থিত ছিলেন গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এড.চৌধুরী আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ,বাংলাটিভি সিলেট ব্যুরো চীফ আবু তালেব মুরাদ, সিলেট জেলা সাধারণ সম্পাদক চৌধুরী দিলওয়ার হোসেন জিলন এবং চৌধুরী সায়েমুর রহমান সায়েম প্রমুখ