আবুল মাল আবদুল মুহিতের নামে সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে নতুন ভবনের নামকরণ
আবুল মাল আবদুল মুহিতের নামে সফির উদ্দিন
হাইস্কুল এন্ড কলেজে নতুন ভবনের নামকরণ
সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের জাঙ্গাইলস্থ সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন ও অপর একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। শনিবার বিকেলে প্রতিষ্ঠান ক্যাম্পাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন তিনি। একই সঙ্গে একই ক্যাম্পাসে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে আরেকটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
এ উপলক্ষে কলেজ মাঠে এক বিশাল সুধিসমাবেশের আয়োজন করা হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সুজাত আলী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধিসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. এ. কে আব্দুল মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজাল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজ্র গোপাল দে চৌধুরী। মানপত্র পাঠ করেন সিনিয়র শিক্ষক মাওলানা শফিকুর রহমান। পরিচালনা করেন শিক্ষক অসীম তালুকদার।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, এ প্রতিষ্ঠানের উন্নয়ন এবং নতুন ভবন নির্মাণে সদ্যসবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত বিশেষ অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের একজন সফল অর্থমন্ত্রী, শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক সর্বোপরি একজন গুণী ব্যক্তিত্ব। বাংলাদেশের স্বাধীনতা ও ভাষা আন্দোলনে তাঁর অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার স্বাধীনতা পদকে তাঁকে ভূষিত করেছে। আবুল মাল আবদুল মুহিতের আবদানের প্রতি শ্রদ্ধা রেখে এ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক নতুন একাডেমিক এ ভবনের নাম ‘আবুল মাল আবদুল মুহিত ভবন’ নামকরণের ঘোষণা দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন কলেজের নতুন ভবনটি আবুল মাল আবদুল মুহিতের নামে নামকরণ করায় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, আবুল মাল আবদুল মুহিতের প্রতি আপনাদের কৃতজ্ঞতাবোধ ও ভালবাসার এ নিদর্শনের কথা আমি তাঁকে জানিয়ে দেব। তিনি এ প্রতিষ্ঠানের সফলতা কামনা করে এ উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, সিলেট মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক কাউন্সিলর জগদীশ দাস, সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহানূর, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কান্দিগাও ইউনয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, সিলেট জেলা বারের এপিপি এডভোকেট নূরে আলম সিরাজী, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ, মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো. কাচা মিয়া। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভবকসহ এলাকার সর্বস্তরের বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।