শান্তি ও উন্নয়নের ধারা সমুন্নত রাখতে নৌকার বিকল্প নেই : মোমেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড.এ কে আব্দুল মোমেন-এর সমর্থনে সোমবার নগরীর বিভিন্ন স্থানে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের কোথাও এখন সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অরাজকতার আশ্রয় নেই। শান্তি ও উন্নয়ন-অগ্রযাতার এ ধারা সমুন্নত রাখতে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই। সোমবার রাতে নগরীর হাফিজ কমপ্লেক্সে যুব, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী প্রায় ১০টি সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ড. মোমেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনবান্ধব সরকার। বিগত দুই মেয়াদে সরকারের যাবতীয় কার্যক্রম ছিল জনকল্যাণে নিবেদিত। যার ফলে দেশে সকল শ্রেণি পেশার মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে আছে। তিনি আরও বলেন, যুব সমাজই একটি দেশের প্রাণ এবং উন্নয়ন-অগ্রযাত্রার চালিকাশক্তি। আগামীর ভবিষৎ এই যুবসমাজকে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে এবং আগামী একাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে হবে। সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেটের আহ্বায়ক ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে ও সিলেট প্রেস মালিক সমিতির সভাপতি মেহেদী কাবুলের পরিচালনায় মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুফুর রহমান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, ব্যাংক কর্মকর্তা কাজী মুকিত সুমন, ডা. এম এ লতিফ, মাহমুদুল হাসান তানিম, রুহুল মমালিক ছোটন, বদরুল ইসলাম কামরান, রোটারিয়ান সাজলু লস্কর, তরুণ ব্যবসায়ী ইলিয়াছ দিনার, এডভোকেট শাকী শাহ ফরিদী, শিক্ষানিবেশ আইনজীবী শেখ আবুল হাসনাত বুলবুল, ফয়জুন নুর জাকি, আবু সাঈদ আকন্দ, আলী হোসেন আলম, রানা আহমদ শিপলু, জুনেল আহমদ, সাইদুল হক সাইদ, নজির হোসেন লাহিন, রানা নাভিদ, সাইদুর রহমান, ডা. মাহবুব হোসেন, মাহবুব হৃদয়, আল-আমিন আহমদ শাকিল, হাসিব আহমদ, দিলোয়ার হোসেন দিলাল, জাহেদ হোসেন তালুকদার, সাইফুর রহমান সাইফুরসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় এছাড়াও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ সিলেট, ডিভিশনাল কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন, সাহিত্য সংগঠন ইনোভেটর, গ্লোবাল স্যোসাল ওয়েলফেয়ার ট্রাস্ট, বৃহত্তর আম্বরখানা যুব পরিষদ, স্বাধীন সামাজিক সংগঠন, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিলেটস্থ সাউথ ছাতক স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ অংশ নেন।

এ বিভাগের অন্যান্য