দেশের ক্রিকেটে নতুন ইতিহাস :সিলেটে ঘন্টা বাজিয়ে টেস্ট যাত্রা শুরু
সিলেটে ঘন্টা বাজিয়ে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট দিয়ে যাত্রা শুরু
মবরুর আহমদ সাজু
অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্থাপত্যশৈলী বৃটিশ আভিজাত্য ধাঁচের। ৪ বছর আগে টি-২০ দিয়ে ১৮ হাজার আসন বিশিস্ট এই স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষিক্ত হওয়া এই ভেন্যুটির টেস্ট অভিষেকেও বৃটিশ আভিজাত্যকে ধারন করেছে আয়োজক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা।ঘন্টা বাজিয়ে টেস্ট শুরুর রেওয়াজটা নতুন নয়। ম্যাচের প্রতিটি বিরতি এবং নতুন সেশনে বেজে ওঠে ঘন্টা। তবে লর্ডসের আদলে এবার দৃশ্যমান ঘন্টা স্থাপন করেছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা অভিষেক টেস্টকে সামনে রেখে। গ্র্যান্ড স্ট্যান্ডের ঠিক সামনে পিতলের তৈরি মঞ্চে ঝোলানো হয়েছে ঘন্টাটি । এই ঘন্টা বেজে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হবে সিলেটবাসীর প্রতিক্ষীত টেস্ট। ঘন্টা বাজাবেন আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান।বাংলাদেশের কোন টেস্ট ভেন্যুর অভিষেক মূহুর্তে বিছানো হয়নি লাল গালিচা। শ্রীলংকার কলোম্বোতে গত বছরের মার্চে বাংলাদেশের শততম টেস্ট উদযাপনে সবুজ গালিচা বিছিয়ে প্রশংসিত হয়েছে শ্রীলংকা ক্রিকেট। সেই আইডিয়া ধার করে টেস্ট ভেন্যুর অভিষেকে ক্রিকেটারদের জন্য লাল গালিচা বিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। জাতীয় দলে সিলেটের কৃতি ক্রিকেটারদের ফ্রেমবন্দী ছবি দিয়ে গ্যালারি স্থাপন করেছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। আইসিসি ট্রফির অভিষেকে অংশ নেয়া বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শফিকুল হক হীরাকে এই গ্যালারির অগ্রভাগে রেখে সাজানো গ্যালারিতে শোভা পাচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী ম্যান অব দ্য ম্যাচ এনামুল জুনিয়র, বাংলাদেশের সাবেক টেস্ট ক্রিকেটার রাজিন সালেহ,হাসিবুল হোসেন শান্ত,তাপস বৈশ্য। আছেন নেহাল হাসনাইন এবং গোলাম ফারুক চৌধুরী সুরু। বাংলাদেশের ক্রিকেটের স্মরনীয় মূহুর্তের দৃশ্যগুলোর স্কেচ ও পাচ্ছে শোভা এই গ্যালারিতে। তবে ঘন্টা বাজিয়ে সিলেটের টেস্ট অভিষেক ম্যাচ শুরুর পরিকল্পনায় রীমিতো রোমাঞ্চ অনুভব করছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহামুদুল্লাহ-‘ঘন্টাটা দেখে ভাল লাগছে দেখতে। এই জিনিসটা আমরা লর্ডসে দেখি। এটা আমাদের এখানেই হচ্ছে, দেখে ভাল লাগছে।’ ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে পা রেখেছে দেশের অপরূপ ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট দিয়ে এই যাত্রা শুরুর প্রাক্কালে দেশের ক্রিকেটে নতুন ইতিহাসও লিখা হয়েছে।বাংলাদেশের প্রথম এবং বিশ্বের তৃতীয় ভেন্যু হিসেবে ‘বেল’ বা ‘ঘন্টা’ বাজিয়ে টেস্ট শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর এই ঘন্টা বাজিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান ও সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত।আকরাম খান বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্বে আছেন। এছাড়া চলমান জিম্বাবুয়ে সিরিজে তিনি বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বও পালন করছেন। আকরাম খানের অধিনায়কত্বেই বাংলাদেশ ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপে খেলার দ্বার উন্মোচন করে। আকরাম বাংলাদেশের অভিষেক টেস্টেও খেলেছেন।হাসিবুল হোসেন শান্তর নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে জড়িয়ে আছে। সেই ১৯৯৭ সালে বাংলাদেশ যেবার আইসিসি ট্রফি জিতে, ফাইনালে কেনিয়ার বিপক্ষে শান্ত পায়ে লাগা বল থেকে লেগবাই-এ আসে ১ রান; জয় পায় বাংলাদেশ। ওই টুর্নামেন্টে তিনি ১১ উইকেট শিকার করেছিলেন। বাংলাদেশের অভিষেক টেস্টে শান্তও খেলেছেন। ক্রিকেটের মক্কা খ্যাত ইংল্যান্ডের লর্ডসে ২০০৭ সাল থেকে ‘দ্য ফাইভ মিনিটস বেল’ বাজিয়ে টেস্ট ম্যাচ শুরুর প্রচলন। এই ঐতিহ্য চালু হয়েছে ভারতের ঐতিহাসিক স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেনে। এবার বাংলাদেশে প্রথমবারের মতো ‘দ্য ফাইভ মিনিটস বেল’ বাজলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।