আসাদ উদ্দিনের মায়ের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক
সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, বুধবার রাত ৯টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাসুক উদ্দিন ও আসাদ উদ্দিনের মা নূরজাহান বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর