খালেদা জিয়ার মামলা পরিচালনায় ব্রিটিশ আইনজীবী নিয়োগ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য যুক্তরাজ্যের আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দিয়েছে দলটি। কারলাইল ব্রিটিশ কুইনস কাউন্সেল ও হাউজ অব লর্ডসের সদস্য। তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাসহ খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ৩৬টি মামলা পরিচালনা, পরামর্শ ও সহযোগিতা করবেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, লন্ডনে বসেই খালেদা জিয়ার আইনজীবীদের সহযোগিতা করবেন ওই ব্রিটিশ আইনজীবী। তবে প্রয়োজন হলে তিনি বাংলাদেশেও আসবেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার আইনি লড়াইয়ে এখানকার যে আইনজীবী প্যানেল রয়েছে, তাদের সহযোগিতা ও পরামর্শ করার জন্য লর্ড কার্লাইলকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একজন প্রখ্যাত ব্যারিস্টার। তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। এখন থেকে তার পক্ষে যতটুকু সম্ভব, সেটা তিনি করবেন।
খালেদা জিয়ার মামলা পরিচালনা করার জন্য বাংলাদেশে যে আইনজীবীরা আছেন, তারা কি পর্যাপ্ত নন- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটাকে আরও সমৃদ্ধ করার জন্য, আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
লর্ড কারলাইলের সিরিয়াস ক্রিমিনাল মামলা পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ লন্ডনের চেয়ারম্যান। খণ্ডকালীন বিচারক হিসেবে হাই কোর্ট অব জাস্টিসে ২৮ বছর কাজ করেছেন। ব্রিটেনের সাবেক এই এমপি দেশটির টেরোরিজম লেজিসলেশনের ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার ছিলেন ৯ বছর। দেশটির ন্যাশনাল সিকিউরিটিতেও কাজ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, রুহুল কবির রিজভী, আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।