ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষ
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসসহ ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এএসআই সগির মিয়া বলেন, ‘আজ রবিবার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কিছু দূরে এই দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল।’