কুমিল্লায় ব্যাটারি রিকশা চালককে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

সিলেটের সময় ডেস্ক :

 

কুমিল্লার টমসম ব্রিজ এলাকায় মোটরসাইকেল চালক কতৃক জসিম মিয়া নামের ব্যাটারি চালিত রিকশা চালককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

ব্যটারি চালিত রিকশা-ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে সিলেট আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়।

মতিউর রহমানের সভাপত্বিতে ও মন্জু আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, সংগ্রাম পরিষদের মাহফুজ হাছান, মোহাম্মদ রনি, মিজান মিয়া, আজিজুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লায় আজাদ মিয়াকে হত্যার সাথে জড়িতকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। আজাদ মিয়াকে নৃশংস হত্যা প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। তাই সামান্য ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল চালক আজাদ মিয়াকে পিঠিয়ে হত্যা করেছে।

বক্তারা, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স নিবন্ধন রোড পারমিট দেওয়ার দাবি জানান।

এ বিভাগের অন্যান্য