সিলেটে পুলিশ দেখে পালানোর সময় ভারতীয় চিনিসহ যুবক আটক
সিলেটের সময় ডেস্ক :
সিলেটে পুলিশের সিগনাল অমান্য করে পালানোর সময় ভারতীয় চিনিসহ এক যুবককে আটক করেছে মহানগরীর জালালাবাদ থানা পুলিশ। আটককৃত যুবক মো. ইসমাইল (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের শাহ আলমের ছেলে।
আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে সিলেট সদর উপজেলার বাদাঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট চলাকালে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে দ্রুত পলায়নের চেষ্টাকালে ইসমাইলকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশী করে ৭ বস্তা ভারতীয় তৈরী চিনি উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪২ হাজার টাকা।
বিধি মোতাবেক অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।