জৈন্তাপুরে ৩৯ বোতল মদসহ আটক ১

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ সহ একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তি নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে হারিস উদ্দিন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ই অক্টোবর) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে কমলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হারিস উদ্দিন এর বসতঘর হতে ম্যাজিক মোমেন্ট ব্রান্ডের ১৫ বোতল ও ম্যাকডোয়েলস ব্রান্ডের ২৪ বোতল বিদেশি মদ সহ তাকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে মদ সহ হারিসকে আটক করা হয়েছে। পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য