সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ডে
সিলেটের সময় ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাদের দুজনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তাদের আদালতে নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে সেনাবাহিনীর সদস্য ও পুলিশের কড়া পাহারা দেখা যায়। ১০ দিনের রিমান্ড শুনানির আবেদন করেছিল পুলিশ। আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।